গুজরাতে পুলিশ হেফাজতে মৃত্যু তান্ত্রিকের,অভিযোগ চরণামৃতে ‘বিষ’ মিশিয়ে ১২টি খুন!
নিজস্ব সংবাদাতা : গত ৩ ডিসেম্বর নাভাল সিংহ চাভদা নামে এক তান্ত্রিককে গ্রেফতার করে গুজরাত পুলিশ। মূলত এক ব্যক্তিকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়। কিন্তু তারপরই জানা যায় আসল রহস্য, খুলে যায় পুরো ঘটনা। জেরার মুখে ধৃত তান্ত্রিক নাভাল সিংহ স্বীকার করেনেন ১টি নয় বরং আরও ১২টি খুনের হত্যাকারী তিনি নিজে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আগামী ১০ তারিখ পর্যন্ত হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রবিবার সকালে অভিযুক্ত তান্ত্রিক আচমকাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি সম্পর্কে পুলিশের ডেপুটি কমিশনার শিবম বর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই তান্ত্রিক জলের সঙ্গে ড্রাই ক্লিনিংয়ের কাজে ব্যবহৃত সোডিয়াম নাইট্রাইট নামের বিষাক্ত রাসায়নিক মিশিয়ে খাওয়াতেন। পান কারি ব্যক্তি কিছু ক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়তেন। পরে তন্ত্রসাধনার প্রয়োজনে মৃতদেহগুলি ‘উৎসর্গ’ করতেন। এরম ভাবে অভিযুক্ত তান্ত্রিক আমদাবাদে এক জন, সুরেন্দ্রনগরে ছ’জন, রাজকোটে তিন জন, ওয়াঙ্কানের এক জন এবং আনজারের এক জনকে খুন করেছেন। পুরো ঘটনাটির বিচার প্রক্রিয়া চলছে। তান্ত্রিক মারা গেলেও অন্য আর কেও বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও প্রশাসন নজরে রাখছে।