দিদি-জামাই বাবুর অশান্তি সামলাতে গিয়ে আক্রান্ত শ্যালক,শ্যালকের অণ্ডকোষে কামড় জামাইবাবুর!

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদাতা : ঝামেলা থেকে শুরু হয় মারপিট আর তারপরই ঘটে অবাক ঘটনা। কামড় দিয়ে ছিঁড়ে নেয় অণ্ডকোষের মাংসপিণ্ড। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাকালতলা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মুন্না সাউ। আক্রান্ত ব্যক্তির নাম রবীন মণ্ডল। সম্পর্কে তারা আবার শালা-জামাইবাবু। অভিযোগ, প্রতিনিয়ত মুন্নার (জামাই)বাড়িতে অশান্তি হত স্ত্রীর সঙ্গে। ঝামেলা মেটানোর চেষ্টায় এগিয়ে আসেন শ্যালক রবীন। আর তাতেই বাড়ে অশান্তি,আচমকাই শুরু করে মারধর হঠাৎ মুন্না লাফিয়ে পড়ে শ্যালক রবীনের ওপর। কামড়ে ছিঁড়ে নেয় অণ্ডকোষ।পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত রবীন জানান, অভিযুক্ত (মুন্না) আগেও তাঁর ওপর হামলা করেছে। কামড় দিয়েছে কানেও। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় ঘুটিয়ারি শরিফ থানায়। পুলিশ অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে।