শ্বাসকষ্ট কাটিয়ে স্বস্তি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী, বাড়িতেই চলবে চিকিৎসা
নিজস্ব সংবাদদাতা : শ্বাসকষ্ট ও দীর্ঘদিনের কাশির সমস্যা কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রবিবার বিকেলে তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গত ৫ জানুয়ারি শারীরিক অসুস্থতার কারণে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার পর তাঁর বুকে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকদের তত্ত্বাবধানে কয়েক দিনের চিকিৎসায় তিনি দ্রুত সাড়া দেন এবং অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়। সেই কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতালের এক আধিকারিক জানান, “রবিবার বিকেল প্রায় ৫টা নাগাদ সোনিয়া গান্ধীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে সম্পূর্ণ সুস্থতার জন্য বাড়িতে থেকেই নিয়মিত চিকিৎসা ও বিশ্রাম চালিয়ে যেতে বলা হয়েছে।”
স্যর গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক অনুপ বসুর নেতৃত্বে চিকিৎসক দল সোনিয়া গান্ধীর চিকিৎসা করছিলেন। জানা গেছে, তাঁর ‘ব্রঙ্কিয়াল অ্যাস্থমা’ ধরা পড়ার পরই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসায় অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরাও স্বস্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরেই ৭৯ বছরে পা দিয়েছেন কংগ্রেস নেত্রী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তির হাওয়া বইছে। এখন বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসার মধ্য দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার পথে সোনিয়া গান্ধী।