দক্ষিণ-পূর্ব রেলওয়েতে অস্বাভাবিকভাবে দেরীতে ট্রেন চলার প্রতিবাদে খড়গপুর ডি.আর.এম.অফিসে যাত্রী বিক্ষোভ ও ডেপুটেশন!

নারায়ণ চন্দ্র নায়ক : দক্ষিণ-পূর্ব রেলওয়েতে অস্বাভাবিকভাবে দেরীতে ট্রেন চলার প্রতিবাদে,হঠাৎ করে ট্রেন বাতিল ও রেলের সামগ্রিক বেসরকারিকরণের বিরুদ্ধে এবং ট্রেন চলাচলের নানান অব্যবস্থা দূরীকরণ সহ যাত্রী সাধারনের বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে আজ এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে রেলের খড়্গপুর ডিভিশনের ডি.আর.এম.অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচী হয়। কর্মসূচি থেকে ১২ দফা দাবী সম্মিলিত স্মারকলিপি পেশ করা হয়। ডি আর এমের অনুপস্থিতিতে এ.ডি.আর.এম.(অপারেশন)মনীষা গোয়েল ডেপুটেশন গ্রহন করেন।দাবীগুলির মধ্যে অন্যতম হল-রেলের সময়সারণি মেনে সমস্ত ট্রেন চালানো,আগাম ঘোষণা না করে-গুরুত্বপূর্ণ কারণ ছাড়া হঠাৎ করে ট্রেন বাতিল বন্ধ,প্যাসেঞ্জার ট্রেনের প্রয়োজনীয় চরিত্র না পাল্টে কেবল এক্সপ্রেস ট্রেনের তকমা লাগিয়ে বর্ধিত ভাড়া আদায় বন্ধ, রেলের সার্বিক বেসরকারিকরণের যাবতীয় পদক্ষেপ বাতিল,যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনে নিঃশুল্ক-পরিচ্ছন্ন-শৌচাগারের ব্যবস্থা,বেলদা-বালিচক-পাঁশকুড়া প্রভৃতি রেলস্টেশনের কাছাকাছি জনবহুল এলাকার রেল গেট/লেভেল ক্রসিংগুলিতে অবিলম্বে ফ্লাই-ওভার (রোড ওভার ব্রিজ) বা রোড আন্ডারপাশ নির্মান, বেলদা-দিঘা ও আরামবাগ-চন্দ্রকোনা রোড স্টেশন থেকে ঘাটাল হয়ে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন,ঝাড়গ্রাম-হলদিয়া বা দিঘা থেকে খড়গপুর-হাওড়ার সাথে সংযোগকারী ট্রেনের সংখ্যা বাড়ানো,গুরুত্বপূর্ণ স্টেশনগুলির দু’দিকে বুকিং কাউন্টার এবং প্রতিটি প্ল্যাটফর্মে লিফ্ট এবং/অথবা এস্কেলেটারের ব্যবস্থা,লোকাল ট্রেনের ভেতরের ডিসপ্লে বোর্ডে এবং মাইকে সেই ট্রেনের বিভিন্ন অবস্থানের/পরবর্তী যে স্টেশনে ট্রেন দাঁড়াবে তার সংবাদ ভেতরের যাত্রীদের কাছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৌঁছে দেওয়া প্রভৃতি।
ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন,দলের পক্ষে গৌরীশঙ্কর দাস,মধুসূদন বেরা,নারায়ন চন্দ্র নায়ক, কনিকা ধাড়া,সরোজ মাইতি,অমিত মান্না প্রমুখ। এ ডি আর এম সময় সারণী মেনে ট্রেন না চালানোর পেছনে কতকগুলি বাস্তব সমস্যার দিক তুলে ধরেন। এবং অন্যান্য দাবীগুলিও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

নেতৃবৃন্দের অভিযোগ করেন,মালগাড়ী ও বন্দে ভারত ট্রেনকে আগে পাশ করার পরিপ্রেক্ষিতে অস্বাভাবিকভাবে লোকাল ট্রেন দেরীতে চলছে। দলের পক্ষ থেকে জানানো হয়- অবিলম্বে ট্রেন লেট সমস্যার সমাধান না হলে রেল যাত্রীরা রেল অবরোধ সহ বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে।

খড়গপুর বাসস্ট্যান্ডে জমায়েত