ফর্ম পূরণে জটিলতা,যৌনকর্মীদের সাহায্যে সোনাগাছিতে বিশেষ ক্যাম্পের উদ্যোগ কমিশনের!
নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোরকদমে। এসআইআর (সিস্টেমেটিক ইনফরমেশন ফর রেজিস্ট্রেশন) ফর্ম ও এনুমারেশন ফর্ম বিলির পাশাপাশি চলছে সেগুলি পূরণের কার্যক্রম। তবে ফর্ম পূরণে গুরুতর সমস্যার মুখে পড়েছেন শোভাবাজারের সোনাগাছি এলাকার বহু যৌনকর্মী। ফর্ম সঠিকভাবে পূরণ না হলে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না—এমন আশঙ্কা থেকেই এগিয়ে আসে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই পরিস্থিতি জানিয়ে তারা নির্বাচন কমিশনে চিঠি পাঠায়। চিঠি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন সক্রিয় হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, যৌনকর্মীদের ফর্ম পূরণে সাহায্য করতে সোনাগাছিতে খুব শীঘ্রই বিশেষ ক্যাম্প খোলা হবে। ওই ক্যাম্পে স্বয়ং ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) উপস্থিত থাকবেন। যৌনকর্মীরা কোন কোন জায়গায় সমস্যায় পড়ছেন, তা বুঝে তাঁদের ফর্ম পূরণে সরাসরি সহায়তা করবেন ইআরও। কমিশনের বার্তা—ভারতীয় নাগরিক হিসেবে যৌনকর্মীদেরও সমান ভোটাধিকার রয়েছে; তাঁদের নাম ভোটার তালিকায় তোলা আমাদের দায়িত্ব।স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বক্তব্য, বহু যৌনকর্মী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন না। সামাজিক লজ্জার ভয়ে পরিবারও তাঁদের প্রয়োজনীয় তথ্য দিতে সঙ্কোচ করেন। ফলে ব্যক্তিগত তথ্য সংক্রান্ত ঘাটতির কারণে ফর্ম পূরণ কঠিন হয়ে পড়ছে। আর ফর্ম ঠিকমতো পূরণ না হলে তাঁরা মৌলিক অধিকার—ভোটাধিকার—from বঞ্চিত হবেন। এই কারণেই সংস্থাগুলি কমিশনের দৃষ্টি আকর্ষণ করে।একইসঙ্গে কমিশন জানিয়েছে, ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই সাড়ে চার কোটিরও বেশি ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তার লক্ষ্যে সোনাগাছিতে যৌনকর্মীদের জন্য এই বিশেষ ক্যাম্প খুলতে চলেছে নির্বাচন কমিশন। বহুল আলোচিত এলাকার হাজার হাজার যৌনকর্মীর ভোটাধিকার সুরক্ষিত করতে এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে সমাজের বিভিন্ন মহল।