বন ও বনাঞ্চল রক্ষার বার্তা নিয়ে শনিবার সকালে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাইকেল র্যালির কর্মসূচি!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বন ও বনাঞ্চল রক্ষার বার্তা নিয়ে ১০ই জানুয়ারী শনিবার সকালে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাইকেল র্যালি। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই র্যালিতে অংশ নেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, রাজ্যের মুখ্য বনপাল সহ বন দপ্তর ও জেলা প্রশাসনের একঝাঁক আধিকারিক ও বনকর্মীরা।সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলায় হাতির সংখ্যা সহ বিভিন্ন বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, বন ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব আরও বেশি করে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানা গেছে। শনিবার সকালেই মেদিনীপুর শহরের রূপনারায়ণ বন বিভাগ থেকে র্যালির সূচনা হয়।
সাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়—বিশেষ করে হাতিকে উত্ত্যক্ত না করা, জঙ্গলে অগ্নিসংযোগ রোধ, বনাঞ্চল সংরক্ষণ ও বন্যপ্রাণীর সঙ্গে সহাবস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে।
এই সাইকেল র্যালি শেষ হয় পিড়াকাটা বনদপ্তরের কার্যালয়ে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য বনপাল জানান, গত কুড়ি বছরে পশ্চিম মেদিনীপুর জেলা সহ গোটা দক্ষিণবঙ্গে বনভূমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
একই সঙ্গে বেড়েছে হাতি সহ নানা প্রজাতির বন্যপ্রাণীর সংখ্যাও। বন দপ্তরের ধারাবাহিক প্রচেষ্টা ও সঠিক ব্যবস্থাপনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে তিনি জানান।তিনি আরও বলেন, এই সাফল্য ধরে রাখতে এবং ভবিষ্যতে বন ও বন্যপ্রাণ রক্ষা নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই সকলকে এগিয়ে এসে বন ও বন্যপ্রাণ সংরক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা।