পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পুরোপুরি জলমগ্ন!

নিজস্ব প্রতিবেদন : প্রায় ২৪ ঘণ্টা ধরে জলবন্দি অবস্থায় রয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম। ব্রাহ্মণী নদীর প্রবাহে ভেসে গিয়েছে চারিদিক। গ্রামে আসা-যাওয়ার রাস্তাও জলের তলায়। কার্যত মাঝ নদীতে আটকে রয়েছে প্রায় ১০০টি পরিবার।বর্ষা ছাড়া বছরের বাকি সময়ে দুই নদীর চেহারা হয় নালার মতো। এখন প্রবল বৃষ্টিতে এই নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। কাটোয়া ১ ব্লকের আলমপুর অঞ্চলের গাফুলিয়া, গোয়ালপাড়া, করজগ্রাম অঞ্চলের বাঁধমুড়ো, শ্রীরামপুর সম্পূর্ণ জলের নীচে।প্লাবিত এলাকায় কোথাও জলে ডোবা গাছের শুধু মাথাটুকু দেখা গিয়েছে। পাকা দোতলা বাড়িও জলে ঘেরা। প্লাবিত হয়েছে কাটোয়া ২ ব্লকের অগ্রদ্বীপ অঞ্চলের শিমুলগাছি, কড়ুই অঞ্চলের পাঁজোয়া, নতুনগ্রামও। কাটোয়া ২ ব্লকের বিডিও স্পিড বোটে প্লাবিত এলাকা ঘুরেছেন৷ শিমুলগাছি এলাকা থেকে ৩০ জনকে উদ্ধারের পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে সেখানে।এমন পরিস্থিতিতে অসহায় বোধ করছেন রোগীর পরিজন। শ্রীরামপুর গ্রামের বাসিন্দা রুম্পা ঘোষ বলেন, ‘আমার বাবা হার্টের রোগী৷ তাঁর দু’বেলা চিকিৎসার প্রয়োজন। কিন্তু গ্রামের চারদিকে শুধুই জল। আমরা এখন বন্দি। ওই গ্রামেরই বাসিন্দা সন্তু মণ্ডল বলেন, ‘রাস্তা, স্কুল সব জলের নীচে। গ্রামে কেউ অসুস্থ হলেও চিকিৎসার জন্য কোথাও যাওয়ার উপায় নেই৷ স্পিড বোটে যেতেও বেশ সময় লেগে যাচ্ছে৷’ বাসিন্দারা জানাচ্ছেন, গ্রামে সাপের উপদ্রব শুরু হয়েছে৷ তাঁদের জলবন্দি দশা কবে ঘুচবে তা বুঝতে পারছেন না কেউ।