SRMB TMT বার-এর “সুপারস্টার কালাকার”মেগা রাজমিস্ত্রি সম্মেলন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে আড়ম্বরের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো SRMB TMT বার-এর “সুপারস্টার কালাকার” মেগা রাজমিস্ত্রি সম্মেলন। একেবারে মেলার আবহে ভরপুর এই অনুষ্ঠানে রাজমিস্ত্রি এবং তাঁদের সহকর্মীদের হাতে তুলে দেওয়া হলো নানা মূল্যবান উপহার।মূল উদ্দেশ্য ছিল জেলার রাজমিস্ত্রিদের কাজের প্রতি আরও উৎসাহ জাগানো, তাঁদের আর্থিক দিক থেকে আরও স্বাবলম্বী করে তোলা এবং এই ক্ষেত্রের সঙ্গে যুক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

এদিন প্রায় ১৫০০ জন অংশগ্রহণকারীকে তাঁদের অর্জিত পয়েন্ট অনুযায়ী একে একে মঞ্চে ডেকে সম্মানিত করা হয়। উপহার তালিকায় ছিল প্রেসার কুকার, সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, মোটরবাইক, গাড়ি এবং এমন কি সোনার উপহারও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার প্রণব দাস, এরিয়া ম্যানেজার সন্দীপ সাহা,ডিস্ট্রিবিউটর রঞ্জন চ্যাটার্জি ও অরিজিৎ চ্যাটার্জি সহ সংস্থার অন্যান্য কর্তা ব্যক্তিরা। পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন পশ্চিম মেদিনীপুরের SRMB ডিস্ট্রিবিউটর দেবকান্ত চ্যাটার্জি।প্রসঙ্গত, ২০১৭ সালে মাত্র ৪০০ জন রাজমিস্ত্রিকে উপহার প্রদানের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই উদ্যোগ। আজ তা নবম বছরে পা রেখে এক বিরাট মঞ্চে রূপ নিয়েছে। এবারের অনুষ্ঠানে উপহার গ্রহণের জন্য অনেকেই ছোট হাতি ভ্যান, এমনকি বড় ট্রাক পর্যন্ত নিয়ে এসেছিলেন উপহার সামগ্রী বাড়ি পৌঁছে দেওয়ার জন্য।এক কথায়, এদিন বিদ্যাসাগর হল পরিণত হয়েছিল আনন্দমুখর এক ‘উপহার মেলা’-য়, যেখানে রাজমিস্ত্রিরাই ছিলেন আসল তারকা।