এসএসসি-র দ্বিতীয় দফার পরীক্ষা, চেনা ছবি ধরা পড়ল ঘাটালের!

নিজস্ব সংবাদদাতা: রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষা ছিল। ১২ হাজার ৫১৪টি শূন্যপদের জন্য পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ জন। রবিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের বাইরে সেই ছবি ধরা পড়েছে বিপ্লবী সংবাদ দর্পনের ক্যামেরায় ৷ ভিনরাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থী। তারা জানাচ্ছেন তাদের রাজ্যে বহুদিন চাকরি পরীক্ষা হচ্ছে না, হচ্ছে না নিয়োগ। তাই পশ্চিমবঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই তারা পা বাড়িয়েছেন চাকরির খোঁজে। প্রত্যেককে তল্লাশির পর কেবল স্বচ্ছ জলের বোতল ও অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।  উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

যাতে কোনো অসুবিধা না হয় তাই ঘাটাল মহকুমা প্রশাসক নিজে প্রতিটি কেন্দ্রে পরিদর্শন করেছেন। শিক্ষার্থীদের টুকলি বা প্রশ্নফাঁসের মতো ঘটনা এড়াতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইলসহ কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রতিটি কেন্দ্রে পরিদর্শকেরা কড়া নজর রাখছেন। ঘাটাল মহকুমার চারটি পরীক্ষার কেন্দ্রে মোট ২৮৬৬ জন স্কুল সার্ভিস কমিশনের পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দিয়েছে ।