নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকরা!

নিজস্ব সংবাদদাতা : সোমবার চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো ৷ সকাল ১১টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হাজার হাজার চাকরিহারা শিক্ষক মিছিল করে নবান্নের দিকে এগোতে থাকে ৷ শিক্ষকদের আটকাতে প্রস্তুত ছিল পুলিশও ৷ নবান্নের অনেক আগেই বিভিন্ন রাস্তায় উঁচু গার্ডরেল বসিয়ে শিক্ষকদের মিছিল আটকানোর ব্যবস্থা করা হয়৷ চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বচসাও হয় ৷ রাস্তায় প্রতিবাদের পাশাপাশি, আদালতেও এই মামলার শুনানি চলছে। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি হওয়ার কথা। ডিভিশন বেঞ্চ আগেই রায় দিয়েছিল যে অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না।

আজকের শুনানিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে, যার মধ্যে রয়েছে—
শিক্ষকতার অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার নিয়মের বিরুদ্ধে চ্যালেঞ্জ।
বয়সসীমা শিথিল করা এবং অন্যান্য সম্পর্কিত বিষয়।
যোগ্য চাকরিপ্রার্থী এবং ওয়েটিং লিস্টে থাকা ক্ষতিগ্রস্তদের আইনজীবীরা আজ তাদের যুক্তি পেশ করবেন। যদি যুক্তি-তর্ক শেষ হয়, তাহলে আজই রায় ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে।
যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতৃত্বে এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে, যার মূল দাবি যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ এবং রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া জন্য ।