রাজ্য অস্থায়ী খড়গপুর পৌর স্বাস্থ্যকর্মীদের মহকুমা অফিসে বিক্ষোভ!

অরিন্দম চক্রবর্তী : পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সাথে সাথে খড়্গপুর শহরেও রাজ্য অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীদের লাগাতার ধর্মঘট চলছে ২৩ শে ডিসেম্বর ২০২৫ তাং থেকে। কর্মীদের স্বীকৃতি সহ ন্যূনতম পারিশ্রমিক ১৫ হাজার টাকা করা, পিএফ, ইএসআই, মাতৃত্বকালীন ছুটি এবং সরকার ঘোষিত সমস্ত ছুটিসহ অর্থ সামাজিক সুরক্ষা দেওয়া, কেন্দ্রীয় হারে ইন্টেন্সিভ খাতে বরাদ্দ বৃদ্ধি, ইন্টেন্সিভ ও মোবাইল রিচার্জের টাকা বকেয়া না রাখা, কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারকে মৃত্যু কালীন আর্থিক সহায়তা করা সহ আর দফা দাবি নিয়ে অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা লাগাতার ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

৩১শে ডিসেম্বর বুধবার খড়গপুর মহকুমা শাসকের কার্যালয়ে পৌরসভার ৯৭জন এবং গ্রামীন এলাকা থেকে আসা মোট আড়াইশো জন কর্মী বিক্ষোভ দেখান। এর আগে পৌরসভাতে ডেপুটেশন, ব্লক স্তরে জমায়েত এবং সি এম ও এইচ দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন এই সমস্ত অস্থায়ী আশা কর্মীরা। দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন বলে কর্মীরা জানিয়েছেন।