মেদিনীপুরে রাজ্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো !

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার পরিচালনায় রাজ্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কলিজিয়েট স্কুল বালক বিভাগে, সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল যোগা স্পোর্টস সোসাইটি এবং তত্ত্বাবধানে ইন্ডিয়ান যোগা ফেডারেশন। সারা পশ্চিমবঙ্গের ১৮ টি জেলা থেকে প্রায় ৪৯৮ জন প্রতিযোগী প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এছাড়াও ১০০ জন বিচারক ও অফিসিয়াল এই প্রতিযোগিতা পরিচালনা করেন। ১৮ই সেপ্টেম্বর এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় সন্ধ্যে ছটায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা মহাশয় , মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম মেদিনীপুর ডাঃ সৌম্য শংকর সড়ঙ্গী , জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবং এই প্রতিযোগিতার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই , ইন্ডিয়ান যোগ ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মৃণাল চক্রবর্তী , যোগা স্পোর্টস সোসাইটির সম্পাদক দেবাশীষ চ্যাটার্জী সহ পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার একাধিক কর্মকর্তাগণ অংশগ্রহণকারী সকলের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত এবং শপথ গ্রহণ এর মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। পৃথকভাবে পুরুষ এবং মহিলাদের আটটি করে মোট ১৬ টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৮-২০ এ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা। এইখান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন তারা জাতীয় প্রতিযোগিতায় ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন।

এই প্রতিযোগিতার অন্যতম যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ উপস্থিত সকলকে স্বাগত জানান এবং প্রতিযোগিতার চেয়ারম্যান বিধায়ক সুজয় হাজরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতিথিরা সকলেই যোগাসন একটি মানব জীবনের অপরিহার্য বিষয় হিসেবে উল্লেখ করেন এবং এবং মুখ্য স্বাস্থ্য অধিকারী তার বক্তব্যে উল্লেখ করেন যে শুধু স্বাস্থ্য রক্ষায় নয়, জীবিকার ক্ষেত্রেও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এই যোগাসনকে স্বাস্থ্য দপ্তরের আয়ুষ বিভাগে যুক্ত করে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বহু যোগ টেকনিশিয়ান ও যোগ থেরাপিষ্ট পদ তৈরি করেছেন, যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। দ্বিতীয় দিন ১৯ সেপ্টেম্বর সারা দিন ধরে ৮ বছরের ছেলে মেয়েদের থেকে ৮৮‌ বছরের বৃদ্ধ বৃদ্ধা তাদের বিভিন্ন যৌগিক কলাকৌশল প্রদর্শন করেন এই আকর্ষনীয় অনুষ্ঠান যা স্থানীয় মানুষ দর্শক মণ্ডলী উপভোগ করেন, সন্ধ্যা সাতটায় সকাল চলা ১৪ বিভাগের প্রতি বিভাগে প্রথম দশজনকে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজারা, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সাহা, সহ জেলা ক্রীড়া সংস্থার একাধিক কার্যকরী সমিতির সদস্যবৃন্দ ও বিশিষ্ট ক্রীড়াবিদগণ। এরপর বিভিন্ন জেলা থেকে আগত যোগ প্রতিযোগীরা তাদের সাংস্কৃতিক প্রতিভা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, যোগ নৃত্যের মাধ্যমে তুলে ধরে যা খুবই উপভোগ্য হয়ে উঠে।

২০ সেপ্টেম্বর তথা শেষদিন সকাল থেকে বাকি বিভাগের প্রতিযোগিতা এবং সবথেকে আকর্ষনীয় অনুষ্ঠান বালক ও বালিকা বিভাগের প্রথম দের নিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এতে বালিকাদের সাব জুনিয়র (৮-১৪) বিভাগের রূপশা মন্ডল দক্ষিণ ২৪ পরগণা এবং বালকদের সুরঞ্জন দাস দক্ষিণ কলকাতার ব্যক্তিগত যৌগিক অতিব জটিল কলাকৌশল প্রদর্শন করে সেরার সেরা হয়। এই পুরো তিন দিনের প্রতিযোগিতায় ১৮ টি জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর এর ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগণা দলগত চ্যাম্পিয়ন এবং উল্লেখযোগ্য ভাবে আয়োজক জেলা পশ্চিম মেদিনীপুর রানার্স ট্রফি লাভ করে।সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় যোগাসন বিচারক আলোক কুমার পাল সহযোগিতা করেন চন্দন সাউ, রূপম দাস, রঞ্জিত দে, পার্থ সারথি মন্ডল সহ যোগ এসোসিয়েশনের সদস্য সদস্যা বৃন্দ।