হস্টেল থেকে বাড়ি ফিরে অস্বাভাবিক মৃত্যু দাঁতনের নাবালকের,গ্রেফতার সৎমা!

নিজস্ব সংবাদদাতা: ঘুম থেকে উঠে ভুলে খাটের উপর দাঁড়িয়ে পড়েছিল বছর ১৩-র ইকবাল বক্স। আর তাতেই ঘটে বিপত্তি সিলিং ফ্যানের ব্লেডে গলা কেটে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের তুরকা এলাকার নাবালক ইকবাল বক্সের। যদিও পুলিশ এই ‘যুক্তি’ মানতে রাজি নয়। দুর্ঘটনা সম্পর্কে জানতে চাওয়ার সময় কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি বুঝতে পেরে ইতিমধ্যে পুলিশ সৎমা সানোয়ারা বিবিকে গ্রেফতার করেছে। উল্লেখ্য,ইকবালের বাবা মুম্বইয়ে কাজ করেন। ইকবালের মায়ের সঙ্গে বাবার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল কয়েক বছর আগে। কিছু দিন আগে বাবা আবার বিয়ে করেন। ইকবাল হস্টেলে থেকেই পড়াশোনা করে। ছুটিতে দিন সাতেক আগে বাড়ি ফেরে। আর শনিবার সকালে নিজ বাড়ি থেকে নাবালকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই অবস্থায় তাকে স্থানীয় খণ্ডরুই গ্রামীণ হাস‌পাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ খড়্গপুর মহকুমা হাসপাতালে দেহ পাঠিয়েছে। এমনকি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। যদিও ব্যাপারটি সম্পর্কে সৎমায়ের দাবি, "শুক্রবার রাতে খাওয়া-দাওয়া করে এক তুতো দাদার সঙ্গে ঘুমোতে গিয়েছিল ছেলে। রাতে ঘুম থেকে উঠে পড়ে। ভুল করে খাটের উপর দাঁড়িয়ে পড়েছিল সে। তাতেই ওই দুর্ঘটনা"। ইতিমধ্যে পুলিশ সৎমাকে গ্রেফতার করে তদন্তের কাজ শুরু করেছে।