নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে গোটা দেশজুড়ে আজ এসএফআইয়ের ডাকে ছাত্র ধর্মঘট!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নিট ও নেট পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিময়ম এবং রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই-সহ বিভিন্ন ছাত্র সংগঠন। মেদিনীপুর শহরে রাঙ্গামাটি কিরণময়ী হাই স্কুলে এসএফআই কর্মী সমর্থকরা ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন । সাড়ে নটা থেকে পিকেটিং শুরু করেন স্কুলের গেটে । দীর্ঘক্ষণ ছাত্র-ছাত্রীরা স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পরেও শেষে ছাত্র-ছাত্রীরা এক রকম জোর করে পিকেটিং সরিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়লো। ছাত্রছাত্রীরা স্কুল করতে যায় তাই এসে ভাইয়ের পিকেটিং সরিয়ে ঢুকলো স্কুলে । আসিফ ভাই রাজ্য কমিটির সদস্য বিলাল মিথ এর বক্তব্য গোটা দেশজুড়ে এ দিন ছাত্র ধর্মঘট পালন করা হচ্ছে । তারা ছাত্র-ছাত্রীদের বোঝাতে সক্ষম হয়েছেন কেন তাদের এই ধর্মঘট । একটা স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে দেশে ভবিষ্যৎ সুরক্ষিত হোক চাইছেন SFI কর্মী সমর্থক ও নেতৃত্বরা। সেই সঙ্গে রাজ্য সরকারকে তাঁর নিশানা, ‘‘আমাদের রাজ্যে গত কয়েক বছর স্কুলগুলিতে শিক্ষক নেই। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। শিক্ষকের অভাবে একাধিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটাও শিক্ষার বেসরকারিকরণের ভয়ানক চক্রান্ত।’’