মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হলো মহকুমা ফুটবল লিগ ২০২৪!
নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত হলো মহাকুমা ফুটবল লিগ ২০২৪। খেলা উদ্বোধন হলো মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। মহকুমা ফুটবল লিগ উদ্বোধন করলেন সঞ্জীত তোরই,সন্দীপ সিংহ,অমিয় ভট্টাচার্য,আবির আগারওয়াল -সহ প্রমুখ। মেদিনীপুর শ্রী অরবিন্দ স্টেডিয়ামে প্রথম ডিভিশনের খেলার অংশগ্রহণ করে পুলিশ অ্যাথলেটির ক্লাব এবং মেদিনীপুর সমাগম ক্লাব। ইতিমধ্যেই ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে।