কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ!
নিজস্ব সংবাদদাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ৷ মঙ্গলবার দুপুরে কোচবিহারে খাগড়াবাড়ি এলাকায় হাতে কালো পতাকা নিয়ে 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে একদল তৃণমূল সমর্থক এই হামলা চালিয়েছে ৷ তার জেরে কনভয়ে থাকা কয়েকটি গাড়ির কাচ ভেঙেছে ৷ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি ৷ অভিযোগ, শুভেন্দুর কনভয়ের কয়েকটি গাড়িতে ইটও ছোড়া হয়। ইটের ঘায়ে ভেঙে যায় শুভেন্দুর গাড়ির পিছনের জানালার কাচ। হামলায় পুলিশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।সম্প্রতি কোচবিহারে বিজেপির পর পর তিনজন বিধায়ক আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদে এদিন এসপি অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে বিজেপির। ওই কর্মসূচিতে যোগ দিতে এবং জেলা নেতৃত্বর সঙ্গে বসে আন্দোলনের রূপরেখা ঠিক করতে এদিন কোচবিহারে গিয়েছেন বিরোধী দলনেতা।শুভেন্দুর কনভয় ঢোকার পরই শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, লাঠি ও পাথর দিয়ে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। পেছনের কাচ ভেঙে যায়, পুলিশি গাড়িও ভাঙচুর হয়।শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন, হামলাকারীরা রোহিঙ্গা, এরা বাংলাদেশ থেকে এসেছে। পাথর ছুড়ে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙেছে।