হঠাৎ ঝড় বৃষ্টিতে গাছ পড়ে বিপত্তি মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায়!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বৃহস্পতিবার হঠাৎ ঝড় বৃষ্টিতে গাছ পড়ে বিপত্তি মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায়। বিধায়ক সুজয় হাজরা প্রচেষ্টায় গাছ কেটে পরিস্কার করা হলো রাস্তা সহ এলাকা। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ মেদিনীপুর শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় শুরু হয় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি।
সেই সময় কেরানিতলা - জর্জকোর্ট রোডে রাস্তার পাশে থাকা বহু পুরানো একটি বটগাছ উপড়ে পড়ে। গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় একটি স্কুল সহ কয়েকজনের বাড়ি ঢোকার রাস্তা। ফলে সমস্যায় পড়ে স্থানীয় মানুষেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলার মৌ রায় সহ স্থানীয় বিধায়ক সুজয় হাজরা। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে গাছ কেটে পরিস্কার না করায় ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের মধ্যে। প্রায় ঘন্টা তিনেক পরে বিধায়কের প্রচেষ্টায় গাছ কেটে পরিস্কার করা হয় এলাকা সহ রাস্তা।