হঠাৎ অসুস্থ মুকুল রায় -ভর্তি হাসপাতালে !

নিজস্ব সংবাদদাতা : আচমকা গুরুতর অসুস্থ তৃণমূলের বর্ষীয়ান নেতা মুকুল রায়। বৃহস্পতিবার কাঁচড়াপাড়ার বাড়ি থেকে গাড়িতে একাই মুকুলবাবু কলকাতা আসছিলেন বলে জানা গিয়েছে। মাঝপথে গাড়িতেই অসুস্থ বোধ করতে থাকেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। গাড়িচালক তড়িঘড়ি তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যান।বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে ৭০ বছর বয়সী মুকুল রায়ের। মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিৎসকরাও দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেছেন। যদিও বেশ কয়েকমাস ধরেই অসুস্থ মুকুল রায় ।  তাঁর ডিমেনশিয়া রয়েছে। তার জন্য মাঝেমধ্য়ে ভুলে যান অনেক কিছু। তার উপর মাঝেমধ্যে মানসিক ভারসাম্যের সমস্যাও দেখা যায়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, মুকুল রায়ের সুগার লেবেল বেড়ে গিয়েছে। শ্বাসকষ্ট রয়েছে। এছাড়া অন্যান্য সমস্যাও বেড়েছে।  ডাক্তার হীরক মজুমদারের নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে। বাবার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ছেলে শুভ্রাংশু রায়। তবে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হওয়ায় ততটা উদ্বেগের কিছু নেই। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। পরিবারও হাসপাতালে থেকে সবদিক নজরে রাখছে।