ব্যারাকপুর থেকে গ্রেপ্তার ২ বাংলাদেশি কুখ্যাত জলদস্যু!

নিজস্ব সংবাদদাতা : গোপন অভিযান চালিয়ে বাংলাদেশের ২ কুখ্যাত জলদস্যুকে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেফতার করল রহড়া থানার পুলিশ।মজনু গাজি বাংলাদেশে সুন্দরবনের জলপথে মৎস্যজীবীদের নৌকা লুঠ করত বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার রহড়া থানায় খবর আসে—প্রায় এক বছর ধরে পশ্চিমবঙ্গেই আত্মগোপনে রয়েছে সে। রহড়া থানা এলাকায় থেকেই গা-ঢাকা দিয়েছিল বলে জানা গেছে। পুলিশ এখন ধৃতদের জেরা করে পাচারচক্র ও অন্যান্য অপরাধের খোঁজে তল্লাশি শুরু করেছে।ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ।  তারা কার সাহায্যে কী ভাবে সীমান্ত পার করল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।