রক লেজেন্ড ব্রায়ান অ্যাডাম্স কলকাতাকে ভরিয়ে দিলেন ভালবাসায়!
নিজস্ব সংবাদাতা : শনিবার রাতেই কলকাতায় নেমেছেন ব্রায়ান অ্যাডাম্স। ভারতের পাঁচটি শহরে পাঁচটি সঙ্গীতানুষ্ঠান করবেন তিনি। প্রথম বার তিনি কলকাতায়। আবেগের জ্বরে কেঁপেছে কলকাতা। এর আগেও অনেক বার ভারতের মাটিতে গান গেয়ে গিয়েছেন ব্রায়ান। কিন্তু কখনও কলকাতা ছুঁয়ে দেখেননি। এ বার কলকাতা তাঁকে দেখিয়ে দিল ভালবাসার মাটি কতখানি সুখ দিতে পারে।৬৫ বছরের তরুণ তুর্কি মঞ্চ মাতাচ্ছেন। পরনে সাদা জিনস আর টি-শার্ট, উপরেও শ্বেতশুভ্র জ্যাকেট। রবিবার ঐতিহাসিক রাতের সাক্ষী থাকল কল্লোলিনী তিলোত্তমা। এমন রাত তো বারবার আসে না। ব্রায়ানের ‘সামার অফ ৬৯’ ছেলেবেলার কথা মনে করায়, ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’ ভালোবাসতে শেখায়। সেই জীবন্ত কিংবদন্তিকে সচোক্ষে নিজের শহরে দেখবার সুযোগ কেউ হাতছাড়া করতে চায়। তাই টিকিটের দাম যতই আকাশছোঁয়া হোক, রবিবার ভিড় উপচে পড়ল অ্যাকোয়াটিয়ায়।এদিন অনুষ্ঠান শুরুর আগেই ব্রায়ান অ্যাডামসের সঙ্গে দেখা করেছেন রূপম ইসলাম সঙ্গী তাঁর পুত্র। বাংলার কাছে যিনি রক সম্রাট, তাঁকে আরেক কিংবদন্তীর পাশে দেখে, অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ শতগুণ বেড়ে গিয়েছে।দার্জিলিং থেকে ফিরেই সোজা ব্রায়ান অ্যাডামসের কনসার্টে রাজ-শুভশ্রী। ব্রায়ানের গানে আচ্ছন্ন রাজ বললেন, ‘বিশ্বাস হচ্ছে না চোখের সামনে ওঁনাকে গাইতে দেখলাম’। কনসার্টের ভিড়ে দেখা গেল স্বস্তিকা মুখোপাধ্যায়কেও।ব্রায়ান জোয়ারে ভেসে আবেগঘন লোপামুদ্রা মিত্র। বাংলার সঙ্গীত ও অভিনয় জগতের অনেক গুণী, তারকারা আজ তাঁদের ভালোলাগা আর স্মৃতিতে ভর করে ব্রায়ান অ্যাডাম্সের ভক্ত রূপে ধরা দিয়েছিলেন। এই ‘চাঁদের হাট’-এ ছিলেন ইমন চক্রবর্তী, গায়ক উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়, জয় সরকার, শিলাজিৎ মজুমদার, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা। এর পর একে একে তিনি গান গাইবেন ভারতের অন্য রাজ্যগুলিতে গুরুগ্রাম, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে। এ দেশে তাঁর সফর শেষ হচ্ছে ১৬ ডিসেম্বর।