ঐতিহাসিক জয় ভারতের!

নিজস্ব সংবাদদাতা : জসপ্রীত বুমরা যে বর্তমানে বিশ্বের সেরা বোলার, এ বিষয়ে কোনও তর্ক হতে পারে না। নিউ ইয়র্কের পিচ নিয়ে আশঙ্কার শেষ নেই। সেটাই হল। ব্যাটারদের শট সিলেকশন, কিছুটা খলনায়ক পিচও। কিন্তু দলে বুমরা রয়েছে, ভারতীয় শিবির তা ভোলেনি। সেই বিশ্বাসটা ছিলই। চোটের জন্য গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। নিউ ইয়র্কে নিউ মিশন। বিশ্বকাপে টানা দু-ম্যাচে জয় ভারতের। দু-ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিলেন জসপ্রীত বুমরা। মাত্র ১১৯ রানের পুঁজি নিয়ে পাকিস্তান বধ ভারতের। হ্যাঁ, ঠিকই পড়ছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই ভারতের সবচেয়ে কম রানের পুঁজি নিয়ে জয়।রবিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচ দেখতে হাজির ছিলেন একঝাঁক তারকা। শচীনও হাজির ছিলেন স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে। প্রথম ইনিংসে ভারত যখন একের পর এক উইকেট হারাচ্ছে, সেই সময়ে বারবার মুষড়ে পড়তে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। তবে পাকিস্তানের বিরুদ্ধে যখন ভারতের বোলাররা দুরন্ত পারফর্ম করছেন, তখন উচ্ছ্বসিত হয়েছেন শচীন। শেষ পর্যন্ত পাকিস্তানের থেকে ম্যাচ ছিনিয়ে নেয় ভারত।শচীন ছাড়াও এদিন খেলা দেখতে হাজির ছিলেন যুবরাজ সিং। তাছাড়াও এদিন নাসাউ স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শক হাজির ছিলেন খেলা দেখতে। সবমিলিয়ে ৩৪ হাজার ২৮ জন দর্শক এদিন মাঠে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এটাই সর্বোচ্চ দর্শক সংখ্যা। বিশ্বকাপের শুরুর দিকের কয়েকটা ম্যাচে কার্যত ফাঁকা মাঠে খেলা হয়েছিল।