সাক্ষী থাকল রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম!
নিজস্ব সংবাদদাতা : ঐতিহাসিক সফরে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে ধরা দিলেন দুই অঙ্গনের বিশ্বকাপজয়ী, আইকনিক ‘নম্বর টেন’ জার্সিধারী এবং নিজ নিজ খেলায় ‘গোট’ হিসেবে স্বীকৃত দুই মহাতারকা লিওনেল মেসি ও শচীন টেন্ডুলকার।
অনুষ্ঠানের বিভিন্ন সময়ে একই মঞ্চে দেখা যায় মেসি, শচীন টেন্ডুলকার ও ভারতের ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে। তিন তারকার উপস্থিতিতে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ফুটবল আর ক্রিকেটের দুই যুগপুরুষ, দুই ভিন্ন মেরুর আইকন—একই ফ্রেমে। আর সেই মুহূর্তটাই ওয়াংখেড়েকে আলাদা করে দিল।
ইভেন্টের শুরুতে অল স্টার্স বনাম মিত্র স্টার্সের (All Stars vs Mitra Stars) ম্যাচে সুনীল ছেত্রী (Sunil Chhetri) হেডে গোল করে উত্তেজনা বাড়ালেন। মেসি পেনাল্টি নিলেন। ‘ভিসকা বার্সা’ (Visca Barça) তর্জনের মধ্যে বল জালে। এরপর জাগলিং করে গ্যালারির দিকে শট—দ্বিতীয় তলার দর্শকদের জন্য উপহার। প্রতিটি মুহূর্তে মেসি যেন সচেতনভাবে দর্শকদের সঙ্গে সংযোগ রাখছিলেন।
সময় নিচ্ছিলেন। হাত নাড়ছিলেন। হাসছিলেন। আর ঠিক তখনই মাঠে এলেন সচিন।মেসির সঙ্গে ছিলেন সুয়ারেজ এবং আর্জেন্টাইন ফুটবলার ডি পল।অস্ফুটে এলএম ১০ যেন বলে দিয়ে গেলেন, এই দেশ থেকে আরও সুনীল ছেত্রী তৈরি হতেই পারে। ভাবীকালকে উৎসাহ জুগিয়ে গেল লিও মেসির রবিবারের মুম্বই সফর।