রবিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরার রাস্তায় মর্মান্তিক লরি চুরি ঘটনা!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটে রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাস্তায়। মেদিনীপুরের ডেবরা এলাকায় জাতীয় সড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে নেমেছিলেন চালক। একেবারে ফিল্মি কায়দায় ৫ দুষ্কৃতীর একটি দল এক লরিচালককে মারধর করে তাঁর লরিটি নিয়ে পালিয়ে যায়। খবর যায় পুলিশে। তৎপর হয়ে ওঠে পুলিশ। দাসপুরের রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। পাঁশকুড়ার দিকে মোতায়েন হয় সশস্ত্র পুলিশ বাহিনী। উদ্ধারের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল-পাঁশকুড়া ও ঘাটাল-মেদিনীপুর সড়কের সংযোগস্থল দাসপুরের বকুলতলা এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর , যখন অত রাতে এলাকায় পুলিশি ব্যারিকেড থেকে সাধারণ মানুষ থমকে গিয়েছিলেন। তখন হঠাৎই একটি মাল বোঝাই লরি তীব্র বেগে ধেয়ে এসে পুলিশের ব্যারিকেডে ধাক্কা দেয়। তারপর ধাক্কা দেয় পাশের একটি দেওয়ালে। গাড়িটি থমকে গেলে কেবিন থেকে লরির চালক পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষন পরে ধরা পড়ে যায় পুলিশের হাতে। কিছুদিন আগেই ডাকাত দলকে গ্রেপ্তার করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।