মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন জেলাগুলিতে যাতে কোনও খাদ্য ঘাটতি না হয় আগামী তিন মাস!
নিজস্ব সংবাদদাতা : রবিবার ১১ই মে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ভার্চুয়াল বৈঠক করলেন বিভিন্ন জেলা প্রশাসনকে নিয়ে। তিনি বিশেষ নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন জেলা প্রশাসনকে আগামী ৩ মাস জেলাগুলিতে যাতে খাদ্যের কোনো রকম ঘাটতি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে। কোনো রকম জরুরি অবস্থা দেখা দিলে রাজ্য সরকারের আগাম সব ব্যবস্থা যেন তৈরি থাকে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরো কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এদিনের ভার্চুয়াল বৈঠকে কোন জেলায় কতটা খাদ্য মজুত আছে তা নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব । প্রত্যন্ত, দুর্গম এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ে ঘেরা আন্তর্জাতিক সীমান্ত এবং সুন্দরবনের জলপথ এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে যাতে চিকিৎসা পরিষেবায় কোনো ঘাটতি না হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে।