বাংলা ছবি ‘সুপারি কিলার’, সাংবাদিকের চরিত্রে অভিনয় করলেন খড়্গপুরে প্রলয় সামন্ত!
নিজস্ব সংবাদদাতা : বাংলা ছবি সুপারি কিলারের শুভমুক্তের দিনেই হাউসফুল একাধিক হল। আনন্দিত এই ছবির নায়ক অর্পণ এবং নায়িকা অর্পিতা সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে দর্শক প্রত্যেককেই।
পাশাপাশি রয়েছেন অভিনেতা অরুণ ব্যানার্জি, বিপ্লব চ্যাটার্জি, মৃত্যুন হাজরা, দেবীকা মিত্র।এখানেই শেষ নয়, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের ছেলে প্রলয় সামন্ত এই সিনেমায় সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। খড়্গপুরের ছেলেকে বড় পর্দায় দেখে খুশি শহরের বহু মানুষ। খড়্গপুরে প্রলয় সামন্ত সংবাদ কলকাতা একজন সাংবাদিক।