বাংলা ভাষা-বাঙালিদের হেনস্থা, ১০ রাজ্যকে হলফনামা দিতে বলল দেশের সর্বোচ্চ আদালত!
নয়াদিল্লি: ভারতের সংবিধানের ১৯(১)(এ) ধারা অনুযায়ী, প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা আছে। কিন্তু ভারতের মতো বহুভাষিক দেশে মাতৃভাষায় কথা বলার অধিকারে বাধা আসছে—এমন অভিযোগ নিয়ে নড়েচড়ে বসেছে দেশের সর্বোচ্চ আদালত। সম্প্রতি একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের হেনস্থার ঘটনা সামনে আসার পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় এক জনস্বার্থ মামলা। রাজ্য মাইগ্রেন ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। তাঁর দাবি, ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বললে হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। গত শুক্রবার তিনি মামলাটি করেন, আজ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে আগেই। এবার জনস্বার্থ মামলা শুনল সুপ্রিম কোর্ট। সেই মামলার পরিপ্রেক্ষিতে দেশের ১০টি রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জবাব দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জানা গেছে, যেসব রাজ্যে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে অসম, ঝাড়খণ্ড, কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা ও মধ্যপ্রদেশ। সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট রাজ্যগুলিকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বলেছে, তারা এই ধরনের ঘটনা প্রতিরোধে কী কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে যাতে আর না ঘটে, তার জন্য কী পরিকল্পনা রয়েছে। যাতে কোনও নাগরিককে মাতৃভাষায় কথা বলার জন্য বৈষম্যের শিকার না হতে হয়।