ভারতীয়দের সিরিয়া ছেড়ে চলে আসার আর্জি জানিয়েছেন বিদেশ মন্ত্রক!

নিজস্ব সংবাদাতা :  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা।দেশটির বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাঁর গন্তব্য অজানা। তবে সিরিয়ার সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকেরা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট বিমানে উঠেছেন। কোথায় যাচ্ছেন, তা প্রকাশ করা হয়নি।সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী রবিবার সকালে দামাস্কাসে ঢুকে পড়ে। ঘিরে ফেলা হয় রাজধানী শহর। পিছু হটছে সেনাবাহিনীও। রবিবার সকালে দামাস্কাসে সরকারি কোনও প্রতিনিধি বা বাহিনীকে দেখা যায়নি। বিনা বাধায় রাজধানী দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সরকার। ব্রিটেনে সিরিয়ার পর্যবেক্ষণাগার থেকে জানানো হয়েছে, সে দেশের বিমানবন্দর থেকেও সেনাবাহিনী এবং নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্রোহীদের আগমনের খবর পেয়ে তাঁরা গা ঢাকা দিয়েছেন।বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, “আমরা সিরিয়ার পরিস্থিতির উপরে নজর রাখছি। একতা, সার্বভৌমতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সিরিয়ার সমাজের সকল শ্রেণির স্বার্থকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ ও অন্তর্ভূক্ত ক্ষমতা হস্তান্তরের আশা রাখি।”কাতারের সংবাদ সংস্থা ‘আল জ়াজিরা’র প্রতিবেদন অনুযায়ী, গোলান মালভূমির দিক থেকে সিরিয়ার জমি দখল করা শুরু করেছে ইহুদি ফৌজ। ইতিমধ্যেই সেখানকার কৌশলগত এলাকাগুলিতে পা পড়েছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ)। শুধু তাই নয়, ইহুদি অধিকৃত জমি সংলগ্ন পাঁচটি গ্রামের সিরিয়ান নাগরিকদের ‘ঘরবন্দি’ থাকার সতর্কবার্তাও জারি করা হয়েছে।