আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা!
নিজস্ব সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসে এই প্রথম বার সবচেয়ে কম রান করল আফগানিস্তান। ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৬ রানে অলআউট করেছিল আফগানদের। প্রোটিয়া বোলিং বিভাগ একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল আফগানিস্তানের ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকা সেই রান তুলে নেয় ৮.৫ ওভারে। ৯ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা।