টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান!
নিজস্ব সংবাদদাতা : আরও এক বার বিশ্বমঞ্চে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। বাবর আজ়মদের খেলায় ক্ষুব্ধ সে দেশের বোর্ড। জোড়া শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানের ক্রিকেটারদের। সংবাদ সংস্থা পিটিআই-কে পাকিস্তানের দলের এক জন বলেন, “দলের মধ্যে তিনটি ভাগ আছে। একটা গ্রুপ বাবরের নেতৃত্বে চলে। একটি চলে শাহিনের নেতৃত্বে। অন্যটি রিজ়ওয়ানের। আর মাঝে রয়েছে মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের মতো সিনিয়র ক্রিকেটারেরা। সেই কারণেই হারতে হচ্ছে।”এমন জায়গায় দাঁড়িয়ে আমেরিকা এবং আয়ারল্যান্ড ম্যাচ বৃস্তিতে ভেস্তে যেতেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে পাকিস্তান দল। আর তারা বেরিয়ে যাওয়ার পরেই বাবর আজমদের উপর নিজের সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রাম।