মন্থা ঝড়ে গেট ভেঙে অবরুদ্ধ তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে লাইটের বড় গেটে ভেঙে গেলো!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার বিকালে ঝড়ের দাপটে তমলুক ব্লকের হাকোল্লা বাসস্টপে তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর লাইটের বড় গেটে ভেঙে পড়ে। স্থানীয় পূর্বকোলা দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা হচ্ছে। ১৫দিন ধরে ওই মেলা হয়। সেখানে রাস্তার উপর সুউচ্চ লাইটের গেট তৈরি করা হয়েছিল। ঝড়ের সময় সেই গেট ভেঙে পড়ে রাস্তার উপর পড়ায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কের উপর জগদ্ধাত্রী পুজোর ৫০ফুট উচ্চতার গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়লে

মানুষজন ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। ৫০ফুট উচ্চতার ওই গেট হুড়মুড়িয়ে ভেঙে পড়লেও ছুটে পালানোয় বরাতজোরে রক্ষা পেয়েছেন কয়েকজন। উদ্যোক্তারা কীভাবে রাজ্য সড়কের উপর এত বড় গেট তৈরি করল, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ মান্না বলেন, প্রতি বছর পুজো ও মেলা উপলক্ষ্যে আমরা হাকোল্লা বাসস্টপে ওই গেট নির্মাণ করি। গেটের উচ্চতা প্রায় ৫০ফুট।৩১অক্টোবর পর্যন্ত ২৪ঘণ্টাব্যাপী কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোলরুম নম্বর-৯০৭৩৯৩৯৮০৪। তিনটি শিফটে সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে থাকছেন। পাশাপাশি উপকূল এলাকার সিভিল ডিফেন্স টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্রে যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দীঘা উপকূলে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়। অতিরিক্ত বৃষ্টি হলে সবজি সহ অন্যান্য ফসলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।