এসেছেন, তিনি এসেছেন -- তপন বন্দ্যোপাধ্যায়

যেই না বোশেখ এল
ডালে ডালে কী হিল্লোল
কৃষ্ণচূড়ার মুখে হাসি
আকাশবাতাস জুড়ে
রবিঠাকুরের গান
ওড়াউড়ি করে রাশি রাশি;

ছাতিম তলায় বসে
শালিকেরা গুনগুন
তারাও কি গান গায় আজ
জারুলফুলের রঙে
হাওয়াদের মাখামাখি
তাদেরও কী বৈশাখী সাজ!

একটি কিশোর যায়
কী সুন্দর সেজেগুজে
আবৃত্তি করবে বুঝি সেও
কিশোরী নাচের বেশে
শরীরে বিভঙ্গ তুলে
রবিবাবু ডেকেছে তাকেও;

সুখী গৃহকোণে আজ
বেজে যায় গ্রামোফোন
পুরোনো দিনের স্মৃতি নিয়ে
ওরে গৃহবাসী আজ
খোল দ্বার খোল তিনি
এসেছেন সবাইকে জানিয়ে।