ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান!

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ব্যাপকভাবে বিবেচিত তারেক রহমান আগামী ডিসেম্বরে প্রথম সপ্তাহে দেশে ফিরছেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।
শনিবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ফজলে এলাহী জানান, “তারেক রহমান লন্ডনে ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে অবস্থান করছেন। তিনি জাতীয় নির্বাচনের আগে পরিকল্পিত ওমরাহ সফর আপাতত স্থগিত রেখেছেন।” দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গুলশান অ্যাভিনিউ ১৯৬ নম্বরে খালেদা জিয়ার বাসভবনের পাশেই তারেক রহমানের জন্য একটি বাসা প্রস্তুত করা হচ্ছে। গুলশান-২–এ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলছে সংস্কারকাজ ও নিরাপত্তা জোরদার।