নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করল টাটা গ্রুপ!
নিজস্ব সংবাদাতা : আহমেদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪২ জনে দাঁড়িয়েছে। যদিও তাদের পরিবারের ক্ষতি অপূরণীয়, তবুও টাটা গ্রুপ আর্থিক সহায়তার কথা জানিয়েছে। বৃহস্পতিবার, ১২ জুন বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে টাটারা। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি, টাটা গ্রুপ আহতদের সমস্ত চিকিৎসা ব্যয়ও বহন করবে। গ্রুপটি আরও জানিয়েছে যে তারা বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হোস্টেলটি পুনর্নির্মাণে সহায়তা করবে। টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন এই মর্মান্তিক ঘটনার পর এক বিবৃতিতে বলেছেন, "এই কঠিন সময়ে আমাদের ভাষা নেই। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। ক্রু এবং পাইলট সহ ২৪২ জন যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়ার বিমানটি উড্ডয়নের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর, এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের বাইরে মেঘনানগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন এবং একটি ডাক্তার হোস্টেলে আঘাত করে। মুহূর্তেই আগুন ধরে যায়। যাত্রীদের সাথে হোস্টেলের পাঁচজন ডাক্তারও মারা যান।