টাটা খড়গপুর ৫৮০২২ মেমু ট্রেনে ব্রেক ফেইল,ঘাটশিলা স্টেশনে বিশৃঙ্খলা!
নিজস্ব সংবাদদাতা : টাটানগর-খড়গপুর মেমু ট্রেনে ৫৮০২২ যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেক সিস্টেমে বিকল হয়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘাটশিলা স্টেশনের কাছে ট্রেনের চাকায় ঘর্ষণজনিত কারণে আগুন লেগে যায়, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই সময়ের মধ্যে, ট্রেন থামানোর জন্য চালকের সকল সম্ভাব্য প্রচেষ্টা ব্যর্থ হয়, যার ফলে ট্রেনটি অনিয়ন্ত্রিতভাবে এগিয়ে যেতে থাকে। আগুন আর ধোঁয়ার মধ্যে যাত্রীদের মধ্যে পদদলিত হয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে, চিৎকার ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে। অনেকক্ষণ পর চালক ট্রেন থামাতে সফল হন। এর পর যাত্রীরা স্টেশনে হট্টগোল সৃষ্টি করে। টাটানগর থেকে খড়গপুর পর্যন্ত মেমু ট্রেন নং ৫৮০২২নিয়মিত যাত্রা শুরু করেছে। যাত্রী ভর্তি এই ট্রেনটি যখন টাটানগর থেকে ঘাটশিলা স্টেশনের কাছে পৌঁছায়, তখন চালক গতি নিয়ন্ত্রণের জন্য ব্রেক লাগানোর চেষ্টা করেন, কিন্তু ব্রেক কাজ করেনি। ট্রেনের গতি কমানোর পরিবর্তে, এটি অনিয়ন্ত্রিতভাবে এগিয়ে যেতে থাকে। চালকের সতর্কতা এবং বারবার প্রচেষ্টাও ব্যর্থ প্রমাণিত হল। ধোয়া ও আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। জানালা এবং দরজার কাছে থাকা কিছু যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। ট্রেন থামার পর যাত্রীরা ধৈর্য হারিয়ে ফেলেন। ক্ষুব্ধ যাত্রীরা ঘাটশিলা স্টেশনে জড়ো হয়ে রেল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।