ভালোবাসার জোয়ারে আটকে পড়ল বাসে!
নিজস্ব সংবাদদাতা : ২৯ জুন এবং ৪ জুলাই এ বছরের এই ২টো দিন ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম তারিখটা কেন? তা বলার আর অপেক্ষা রাখে না। কারণ, ওই দিনই বার্বাডোজে বিশ্বজয় করেছেন বিরাট-রোহিতরা। আর দ্বিতীয় তারিখটা ইতিহাসের পাতায় জুড়ে যাওয়ার মতো। কারণ, বিশ্বকাপ জয়ীদের জন্য যে উন্মাদনা, যে উত্তেজনা দেখা গেল মুম্বইতে তা একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ মুম্বইয়ের রাজপথে নেমেছেন।
সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মেরিন ড্রাইভের জনজোয়ার। বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ মুম্বইয়ের রাজপথে নেমেছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীরা চ্যাম্পিয়নদের সঙ্গে সেলিব্রেশন করার জন্য মুখিয়ে রয়েছেন। যার জন্য মুম্বইের রাস্তায় ট্র্যাফিক জ্যামও লেগেছে। তাই রোহিতদের কাছে প্যারেড বাস পৌঁছতেও দেরি হয়।
মুম্বই পুলিশের পক্ষ থেকে এক জনজোয়ারের ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট টিমের প্যারেডের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের চারিদিকে ভক্তদের প্রচুর ভিড় হয়েছে। মুম্বই বাসীদের কাছে অনুরোধ করা হচ্ছে মেরিন ড্রাইভের দিকে যাতায়াত এড়িয়ে চলুন।’