TED Talks : প্রথম বাঙালি লেখক হিসেবে আমন্ত্রিত হলেন দেবারতি মুখোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা : পৃথিবীর সবচেয়ে বড় বক্তৃতা দেওয়ার প্ল্যাটফর্মটির নাম TED. ১৯৮৪ সাল থেকে আমেরিকান কানাডিয়ান এই বিশ্ব কনফারেন্সে বক্তৃতা দিতে আমন্ত্রিত হন বিশ্বের মান্যগণ্য সফল ব্যক্তিত্বরা।এই বিখ্যাত বিশ্ব সম্মেলনে শশীথারুর,শাহরুখখান,মাইকেল ওবামা এবং ইলন মাস্কেরমতো ব্যক্তিদের সহ সবচেয়ে সম্মানিতএবংসফল ব্যক্তিত্বদের বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এইবার সেই Ted Talks প্রথম বাঙালি সাহিত্যিক হিসেবে আমন্ত্রণ পেলেন দেবারতি মুখোপাধ্যায়। TED কর্তৃপক্ষের মতে, দেবারতি মুখোপাধ্যায় খুব অল্পবয়সেই একজন খ্যাতিমান লেখক, পেশাগতভাবে সফল নারী এবং একজন মা। সর্বোপরি বিশ্বের খুবই দুর্লভ এক কঠিন রোগে আক্রান্ত হয়েও যেভাবে তিনি মূলস্রোতে ফিরে এসেছেন, সমাজের কাছে তিনি অনুপ্রেরণা। আশা করা যায় যে, তাঁর বক্তব্য TED-এর বিশ্বব্যাপী চার কোটিরও বেশি দর্শককে অনুপ্রাণিত করবে।