দুবাইয়ে ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান!
নিজস্ব সংবাদদাতা : দুবাইয়ে চলছিল এয়ার শো। আর সেই এয়ার শো-তে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস। শুক্রবার দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ অবতরণের সময় ভেঙে পড়ে এই বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে এই যুদ্ধবিমানের চালকের। যে ভিডিয়ো আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই বিমান থেকে পাইলটকে বিমান থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। ২০১৬ সাল থেকেই ভারতীয় বায়ু সেনাকে এই যুদ্ধবিমান সার্ভিস দিয়ে আসছে।
তখন থেকেই বেশ সুনাম কুড়িয়েছে এই বিমান। এখনও পর্যন্ত এই বিমান মাত্র ১ বার দুর্ঘটনার মুখে পড়েছে। আর তারপরও এমন দুর্ঘটনা।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেয় ভারতীয় বায়ুসেনা। বিবৃতিতে তারা জানায়, দুবাই এয়ার শোতে অংশ নেওয়া একটি তেজস বিমান দুর্ঘটনার কবলে পড়েছে এবং পাইলটের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। শোকবার্তায় বলা হয়, নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছে বায়ুসেনা, এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করবে।