কানাডায় ভয়াবহ বিমান দুর্ঘটনা!
নিজস্ব সংবাদদাতা : কানাডা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছোট বিমানটি উত্তর-পশ্চিম অঞ্চলের রিও টিন্টো নামে একটি হিরে খনির শ্রমিকদের নিয়ে যাওয়ার কাজে যুক্ত ছিল। প্রতিদিনের মতো দুর্ঘটনার দিন স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ফোর্ট স্মিথ বিমানবন্দর থেকে টেক-অফ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। স্লেভ নদীর কাছে ভেঙে পড়ে বিমানটি। পাইলট সহ বিমানের যাত্রী সমস্ত শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর।খনি শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল চালক সহ বিমানের মোট ৬ যাত্রীর।বিমান দুর্ঘটনা সম্পর্কে জানেন এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়ে বলেছেন, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানানো হয়নি।