নিউজ 18 বাংলার তরফ থেকে জেলার,সেরার সেরা প্রতিমা খড়্গপুর মালঞ্চর 'বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতি'!

খড়্গপুর,অপূর্ব মজুমদার : নিউজ 18 বাংলার তরফ থেকে জেলার সেরার সেরা প্রতিমার পুরস্কার প্রদান করা হলো খড়্গপুর মালঞ্চর বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতিকে। উল্লেখ্য,৬ই অক্টোবর রবিবার বিকেল 4 টায়,পুজোর উদ্বোধন হল মেদিনীপুরে রামকৃষ্ণ মিশনের প্রথমানন্দ মহারাজের দ্বারা। ৭৫তম বর্ষ উদযাপনে,৭৫ জন দুঃস্থ ব্যক্তিদের কাপড় দান করা হবে।১৪ই অক্টোবর প্রতিমা নিরঞ্জন করা হবে। ৭৫তম বর্ষ উদযাপনের জন্য ৭৫টি ঢাকি থাকবে। 80 বছর বয়সীদের সম্মানিত করা হবে। পুজোর বাজেট নির্ধারণ করা হয়েছে বারো লাখ টাকা। এছাড়াও বক্তব্য রাখেন নির্মাল্য মৈত্র, অজিত ঘোষাল, ঈশিতা ব্যানার্জি ,। দীপক কুমার দাশগুপ্ত সমাজমূলক বার্তা দিয়ে বলেন সমস্ত পুজোর কমিটিকে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা গেট না দেওয়ার জন্য একটি বার্তা পাঠিয়েছেন। মালঞ্চ বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতি পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের উপহার দিয়ে সম্মানিত করা হয়।

0:00
/0:07