মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে অনশনকারী জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠকের আহ্বান জানালেন!
‘‘অনশন তুলতে অনুরোধ করছি তোমাদের। আলোচনায় বসো। প্রায় সব ক’টা দাবিই পূরণ হয়েছে। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’
কলকাতা, নিজস্ব সংবাদাতা: শনিবার দুপুরে অনশনকারী জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে যান এবং তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পরে মুখ্যসচিব আন্দোলনকারীদের কয়েক জনকে ফোনে কথা বলিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এমনকি ফোনেই অনশনমঞ্চে লাউডস্পিকারে শোনা যায় মুখ্যমন্ত্রী বলছেন,‘‘অনশন তুলতে অনুরোধ করছি তোমাদের। আলোচনায় বসো। প্রায় সব ক’টা দাবিই পূরণ হয়েছে। দয়া করে অনশন প্রত্যাহার করো। কাজে যোগ দাও।’’ তারই সাথে সাথে তিনি বলেন ‘‘আদালতে মামলা চলছে। বিচার মিলবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। হাসপাতালের উন্নয়নে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে? দিদি হিসেবে বলছি, তোমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে।’’ মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে জানান, তিনিও মানবিকতার পক্ষে। ‘‘আমি চাই পরের বার থেকে মেডিক্যাল কলেজগুলিতে একসঙ্গে নির্বাচন হোক। কালীপুজো, দীপাবলি, উপনির্বাচন আছে। আমি কথা দিচ্ছি,৩-৪ মাস সময় দাও। তোমাদের সমস্যাগুলো নিশ্চয়ই দেখে নেব। তোমাদেরও পরীক্ষা আছে। পড়াশোনার ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আন্দোলন থেকে সরে এসো। আদালতে মামলা চলছে। সুবিচার মিলবে।’’ অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ফোনেই পর পর তাঁদের ১০ দফা দাবি পড়ে শোনানো হয়। তবে দাবি পত্রে স্বাস্থ্যসচিবকে অপসারণের কথাটি পাঠ করতেই সঙ্গে সঙ্গে নাকচ করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘আমি দাবি মেনে সিপি-কে সরিয়ে দিয়েছি। কিন্তু সব অফিসারকে সরানো যাবে না। যদি কোনও দুর্নীতির অভিযোগ ওঠে, তা হলে সরকার দেখবে। কিন্তু তোমরা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করবে আর তাঁকে সরিয়ে দেব? এ ভাবে হয় না।’’ মুখ্যমন্ত্রী আরও জানান অন্যন্য দাবি গুলির মধ্যে, ‘রেফারেল’ ব্যবস্থা নিয়ে পাইলট প্রজেক্ট চালু হয়েছে। রেফারেল ব্যবস্থা, ফাঁকা বেডের খতিয়ান, হাসপাতাল সিভিক ভলান্টিয়ার নিয়োগে আপত্তি, ছাত্র সংসদ নির্বাচন-সহ ৮টি দাবি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। স্বাস্থ্যসচিবের অপসারণ ছাড়া আন্দোলনকারীদের সমস্ত দাবির সঙ্গেই তিনি সহমত। মুখ্যমন্ত্রী তা মেনে নিয়েছেন। বাকি দু’টি দাবি নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা চেয়েছেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী আগামী সোমবার নবান্নে বিকাল ৫টায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ১০ জনের প্রতিনিধি নিয়ে বৈঠকে ডেকেছেন।