"দানা"র প্রভাবে কোলাঘাটের জলবন্দী এলাকা পরিদর্শনে ফের জেলা শাসক!

পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদাতা: সামুদ্রিক ঘূর্ণিঝড় "দানা"র প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট-পাঁশকুড়া-শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রায় শতাধিক মৌজা ফের জলবন্দী হয়েছে। দ্রুত ওই জলবন্দী এলাকার জল বের করার বিষয় নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি আজ দুপুরে সোয়াদিঘী খাল এলাকা পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন কোলাঘাটের বিডিও অর্ঘ্য ঘোষ। সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা ও পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,"গত বর্ষার সময়কার নিম্নচাপজনিত প্রবল বর্ষন ও কংসাবতী ব্যারেজ থেকে একসঙ্গে অত্যধিক পরিমাণে জল ছাড়ার কারণে ওই মৌজাগুলি বন্যাকবলিত ও জলবন্দী হয়েছিল। তারপর সোয়াদিঘী খালের খানিকটা আবর্জনা পরিস্কারের পর বন্যার জল সামান্য কমলেও 'দানা'র প্রভাবে ফের পূর্বের মত একই অবস্থা হয়েছে।"