সাংসদ তহবিলের মানবিক স্পর্শ: মেদিনীপুরে বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল, হুইলচেয়ার ও হিয়ারিং এইড তুলে দিলেন জুন মালিয়া
নিজস্ব সংবাদদাতা : সমাজের মূল স্রোতে বিশেষভাবে সক্ষম মানুষদের অন্তর্ভুক্ত করতে ফের মানবিক উদ্যোগ নিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। সাংসদ তহবিলের অর্থে শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে ট্রাইসাইকেল, হুইলচেয়ার ও হিয়ারিং এইডসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হলো এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার (এসপি) পলাশচন্দ্র ঢালি, সাংসদ জুন মালিয়া সঙ্গে প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা। উপকরণ হাতে পেয়ে উপকারভোগীদের চোখেমুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। অনেকেই জানান, এই সহায়ক সামগ্রী তাঁদের দৈনন্দিন চলাচল ও জীবনযাত্রাকে অনেকটাই সহজ করবে। এই প্রসঙ্গে সাংসদ জুন মালিয়া বলেন, “বিশেষভাবে সক্ষম মানুষদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের লক্ষ্য। তাঁদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, সামাজিক কর্তব্যও। সাংসদ তহবিলের মাধ্যমে যতটা সম্ভব সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক উপকারভোগীর কাছে এই ধরনের সহায়ক সামগ্রী পৌঁছে দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন সাংসদ, তাঁদের সমস্যার কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এই উদ্যোগে মেদিনীপুরে সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে বলে মত সাধারণ মানুষের।