অবৈধ কনস্ট্রাকশন ভাঙ্গা হয় মেদিনীপুর পৌরসভার তরফ থেকে!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকায় মহানালার ওপরে স্থানীয় এক ব্যক্তির পার্মানেন্ট কনস্ট্রাকশনের কাজ চলছিল। বৃহস্পতিবার দুপুরে খবর পৌছাই মেদিনীপুর পৌরসভাতে ।খবর পেয়ে দ্রুত পৌঁছে যান চেয়ারম্যান সৌমেন খান সহ পৌর আধিকারিকরা। মহা নালার উপরে পার্মানেন্ট কনস্ট্রাকশনের কাজ কার অনুমতি কিছু ছিল না । অনুমতি না নিয়ে কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে বলে অভিযোগ , ওই ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে কোন উত্তর দিতে পারেননি। এরপরেই ভেঙে ফেলে দেওয়া হয় ওই অবৈধ পার্মানেন্ট কনস্ট্রাকশন কাজ, মেদিনীপুর পৌরসভার তরফ থেকে।