সন্দেশখালির ঘটনা নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল জাতীয় তফসিলি কমিশন!

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এমনটাই পর্যবেক্ষণ জাতীয় তফসিলি কমিশনের। বৃহস্পতিবারই জাতীয় তফসিলি কমিশনের একটি প্রতিনিধি দল, সন্দেশখালি পরিদর্শনে যায়। গ্রামের উৎপীড়িত মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। এর পরেই রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেন তাঁরা।বৃহস্পতিবার কমিশন প্রধান অরুণ হালদারের নেতৃত্বে একটি টিম যায় সন্দেশখালি। প্রসঙ্গত, সন্দেশখালি একটি তফসিলি জনজাতি অধ্যুষিত এলাকা। এলাকায় তফসিলি জাতি মহিলাদের উপর অত্যাচার, নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই কারণে, স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যায় জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা।এরপরেই, একটি জাতীয় সংবাদ মাধ্যমকে কমিশনের প্রধান অরুণ হালদার জানিয়েছেন, সন্দেশখালির হিংসার ঘটনা নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করা হয়েছে।