সাড়ে তিন দিনে দিঘার জগন্নাথ মন্দিরে জনসমাগমের সংখ্যা ১০ লক্ষ পার!

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর : রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি দিঘার জগন্নাথ মন্দির। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে প্রাণ প্রতিষ্ঠা ও দ্বারোদঘাটন হয়েছে মন্দিরের। দ্বারোদঘাটনের পর ওই দিনই দশনার্থীর সংখ্যা দু’লক্ষ পার করেছিল। চমৎকার গঠন শৈলী মন্দিরে ভক্তি ভরে জগন্নাথদেবের পুজো দিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত পড়শি রাজ্য থেকে পুণ্যার্থী। স্বাভাবিকভাবেই শনিবারের মধ্যে অর্থাৎ সাড়ে তিন দিনে মন্দিরে জনসমাগমের এই সংখ্যাটা ১০ লক্ষ পার করল। দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারামণ দাস জানিয়েছেন জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই মন্দিরে ঢুকতে পারবেন বলে। আগত পুণ্যার্থীদের বক্ত্ব্য, মন্দিরের ভিতরে সুষ্ঠু ব্যবস্থাপনা। তাই পুজো দিতে বেশি সময় লাগছে না। অতিরিক্ত পুণ্যার্থী সমাগমের কথা মাথায় রেখে মন্দির চত্বরের নিরাপত্তাও যথেষ্ট আঁটসাঁট।