বাংলাদেশে আন্দোলনরত ছাত্রীদের মারধর করা সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে!

ঢাকা,জাকির হোসেন: বাংলাদেশে রাষ্ট্রীয় তথা সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত পড়ুয়া তথা শিক্ষার্থীদের ওপর ১৫ জুলাই দেশজুড়ে সিরিজ হামলা করে শাসকদল আওয়ামী লীগের ছাত্রসংগঠন 'ছাত্রলীগ' এর সন্ত্রাসীরা৷ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই নারী শিক্ষার্থীকে পেটানোর একটি চিত্র খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়৷ এবার সেই দুই নারীকে পেটানো সন্ত্রাসীকে চিহ্নিত করা গেছে৷ তার নাম আক্তার হোসেন রুমন৷ সে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের একটি 'বাঙলা কলেজ' শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক৷

এছাড়াও আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী আরও দু'জনের পরিচয় জানা গেছে৷ একজন সন্ত্রাসী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অমি, আরেকজন সন্ত্রাসী ছাত্রলীগের বর্তমান বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াশ৷

দুই নারী শিক্ষার্থীকে পেটানো সেই হামলাকারী সন্ত্রাসী আক্তার হোসেন রুমন৷

১৫ জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলা করছে সন্ত্রাসী আশিকুর রহমান অমি (বামে)৷ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের সাথে হাস্যোজ্জ্বল চিত্র আশিকুর রহমান অমির (ডানে)