বেআইনি বালি তোলায় বালি বোঝায় গাড়িকে আটক করে প্রতিবাদ গ্রামবাসীদের!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বেআইনি ভাবে বালি তোলায় বালি বোঝাই গাড়ি আটকে প্রতিবাদ ক্ষুব্ধ গ্রামবাসীদের। গ্রামবাসীদের ক্ষোভের জেরে বালি তোলা বন্ধ করল বালি উত্তোলনকারীরা।ঘটনাটি ঘটেছে গুড়গুড়িপাল থানার অন্তর্গত বাধাই গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গুমরিয়াপাল মৌজায় বালি তোলার CO থাকলেও বালি উত্তোলনকারীরা জোরপূর্বক বাধাই মৌজা থেকে বালি তুলছে। যার ফলে ক্রমশই নদীগর্ভে ধ্বসে যাচ্ছে নদী তীরবর্তী একাধিক গ্রাম সহ চাষজমি। বারবার বাধা দেওয়া সত্ত্বেও কর্নপাত না করায় বাধাই ও নেপুরা গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীরা মঙ্গলবার বালি বোঝাই গাড়ি আটকে রেখে প্রতিবাদ জানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে বালি তোলা বন্ধ করে ফিরে যায় বালি উত্তোলনকারীরা।