শেষ হতে চলেছে হকার তথ্য ও নথি সংগ্রহ করার কাজ,আগামী সপ্তাহেই ফাইল যাচ্ছে নবান্নে!
এবার শহরে শেষ হতে চলেছে এক জন হকারের একাধিক ডালা বসিয়ে ব্যবসা চালানোর দিন।
নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্যের বিভিন্ন শহরের রাস্তায় হকারদের নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছিল জুলাই মাসের প্রথম সপ্তাহে। এবার কলকাতা পুরসভার সেই সমীক্ষার কাজ শেষের পথে। শনিবার আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বলেন, 'নবান্নে সমীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে আগামী সপ্তাহেই'। আগে নিজের নামে এক জন হকার একাধিক ডালা বসাতেন শহরের বিভিন্ন প্রান্তে। কিন্তু একাধিক ডালা বসিয়ে ব্যবসা চালানোর দিন এ বার কলকাতা শহরে শেষ হতে চলেছে বলেই জানিয়েছেন মেয়র। পুরসভার কর্মীরা সমীক্ষার কাজে নেমে একটি অ্যাপের ব্যবহার চালু করেছেন। যে অ্যাপে হকারের নাম, ঠিকানা, আধার কার্ড নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, প্যান, স্টলের পরিমাপ, কিসের দোকান—সব কিছু নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি, হকারদের দোকানের সামনে দাঁড় করিয়ে দোকান-সহ তাঁদের ছবি তোলাও হয়েছে। তথ্য ও নথি সংগ্রহ করার পর সেই রাস্তা ধরে দোকানের লোকেশনের জিপিএস ট্র্যাক করা হবে। মেয়র আরো জানিয়েছেন, ‘‘পুরসভার সমীক্ষক দল যে ফুটপাথে গিয়ে যে হকারদের পেয়েছে, তাঁদের নাম অ্যাপে আপলোড করা হয়েছে। তাঁদেরকেই বৈধ হকার বলে ধরা হবে। এক নামে একাধিক ডালা থাকলে, তা গ্রাহ্য হবে না। যিনি হকারি করছেন, তাঁকেই প্রকৃত হকার হিসাবে ধরবে কলকাতা পুরসভা।’’