ভগবতী দেবী পিটিটিআই-এর উদ্যোগে নাট্য উৎসব!

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ২৭ মার্চ ছিল বিশ্ব নাট্য দিবস। শুক্রবার বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বড়মোহনপুর ভগবতী দেবী পি টি টি আই এর উদ্যোগে আয়োজিত হল একদিনের নাট্য উৎসব। এবার এই সংস্থার আয়োজনে চতুর্থবার নাটক পরিবেশন করেন এগরার অন্যতম নাট্য দল কৃষ্টিচক্রের শিল্পীবৃন্দ। পরিবেশিত হয় বিদেশী এক গল্প অবলম্বনে প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব সফদার হাসমির নাটক গিরগিটি। সম্পাদনা করেছেন তরুণ নাট্য গবেষক অনির্বাণ ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় নাটক পরিবেশনের আগে ভগবতী দেবী পি টি টি আই প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিশ্ব মাট্য দিবসের গুরুত্ব বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কৃষ্টিচক্রের কর্ণধার ডাঃ শুভাশিস মাইতি, ভগবতী দেবী পি টি টি আই এর অধ্যক্ষ ড. সিদ্ধার্থশঙ্কর মিশ্র, বিশিষ্ট শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী অখিলবন্ধু মহাপাত্র।
শুভাশিসবাবু ১৯৬১ থেকে নাট্য দিবস উদযাপনের বিষয়টি উল্লেখ করে বলেন 'এখনো সমাজে নাটকের নির্দিষ্ট দর্শক রয়েছেন যাঁদের জন্য নতুন নতুন নাটক ক্রমশ জনপ্রিয় হচ্ছে। বিশ্ব নাট্য দিবস নাট্য কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ভগবতী দেবী পি টি টি আই কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এই উৎসবের আয়োজন করে আসছে, এটি নাট্যকর্মীদের কাছে অত্যন্ত উৎসাহের। অখিলবন্ধু মহাপাত্র বলেন,'নাটক মানুষের কথা বলে, সমাজের নাবলা কথা বলে। বিশ্বের এক সাহসী নাট্য ব্যক্তিত্ব সফদার হাসমি। এগরার পরে খাকুড়দা, বেলদা এলাকায় নাট্য চর্চাকে নতুন মাত্রা দিয়েছে ভগবতী দেবী পি টি টি আই এর এই উদ্যোগ'।

অধ্যক্ষ ড. সিদ্ধার্থশঙ্কর মিশ্র করোনা অতিমারীর সময়ে এই নাট্য উৎসবের সূচনার প্রেক্ষাপট আলোচনা করেন। তিনি বলেন, 'আমরা গত চার বছর ধরে এই নাট্য উৎসবের আয়োজন করে আসছি। নাটককে ভালোবেসে এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এগরা কৃষ্টিচক্রের শিল্পীদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ, তাঁরা প্রতি বছর বিশ্ব নাট্য দিবসের পরের দিন এখানে এসে নাটক উপস্থাপন করছেন'।গিরগিটি নাটকের মূল ভাবনা একটি রাশিয়ান গল্প। তাকে নাট্যরূপ দিয়েছিলেন প্রয়াত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সফদার হাসমি। কৃষ্টি চক্রের নাটকটি সম্পাদনা করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁর সম্পাদনা এবং নির্দেশনায় কৃষ্টিচক্রের কলাকুশলীরা দক্ষতার সঙ্গে অভিনয় করে উপস্থিত দর্শকদের মনজয় করেন। কলাকুশলীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার পরিচালক মন্ডলীর অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ রায়। কৃষ্টি চক্রের নাটক দেখতে এদিন সন্ধ্যায় অসংখ্য মানুষের ভিড় জমে যায় ভগবতী দেবী পি টি টি আই প্রাঙ্গণে।