মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ নম্বর ওয়ার্ডে রামজীবনপুর পুরসভা রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দেওয়া হয় !

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ নম্বর ব্লকের রামজীবনপুর পুরসভা। সেখানকার ১ নম্বর ওয়ার্ডে রথতলা এলাকা। অভিযোগ, প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তার কাজ হচ্ছে। স্থানীয় বিজেপির বিক্ষোভকারীরা বলেন, “এত টাকার কাজ, অথচ দায়িত্বে স্থায়ী কোনও কেউ নেই। দেবব্রত দে দায়িত্বে। তিনি পুরসভার ক্যাজুয়াল কর্মী। জানতে পেরেই এক্সিকিউটিভ অফিসারকে জানাই। এত টাকার কাজ হচ্ছে, অথচ সুপারভিশন দায়িত্বে কোনও স্থায়ী কেউ নেই? কাউন্সিলরের কাছে প্ল্যান এস্টিমেটের কাগজ চাইতে গেলাম। বলছেন কাগজ তাঁকে দেয়নি। এজেন্সির কাছেও কাগজ নেই। বিক্ষোভকারীরা জানান, এই কাজের কোনও প্ল্যান এস্টিমেটের কাগজ নেই। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসেছিলেন, তাঁর কাছেও কোনও কাগজ নেই। তাহলে কাজটা হচ্ছে কীভাবে? স্থায়ী ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাতে হবে বলেও দাবি তোলেন তাঁরা।